সামাজিক প্রচার কর্মসূচি ‘জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা’ বুধবার সকালে গাজীপুরের জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব (ডিইপিডি, প্রাইভেট-১) ড. মো: সানোয়ার জাহান ভুঁইয়া।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: নাসরীন পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হুমায়ুন কবির, কমিউনিকেশন স্পেশালিস্ট এম খাইরুল কবির প্রমুখ। কর্মশালায়, শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, নারী নেত্রী, এনজিও কর্মী, সমাজকর্মী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে দারিদ্র বিমোচন, টেকসই উন্নয়ন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে স্থান করে দেয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২০১৪ সাল থেকে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) বাস্তবায়ন করছে। ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে দেশে বিভিন্ন সেক্টরে আট লক্ষ চল্লিশ হাজার দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। এরই অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এএ