ময়মনসিংহের ফুলপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
তিনি বলেন, আমাদের ফুলপুর পৌরসভায় ও উপজেলার ১০টি ইউনিয়নে এবার মোট ৪৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিটি মণ্ডপের জন্য সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া পূজার কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করা যায় সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। আর আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে কাজ করবে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক দল।
এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ইতোমধ্যে আমরা প্রতিটি পূজামণ্ডপের নিশ্ছিদ্র নিরাপত্তার লক্ষ্যে দায়িত্ব বন্টন করে দিয়েছি। সিভিল বেশেও টহলে থাকবে পুলিশ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল সাহা, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নে পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ