ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৯০ পিস ইয়াবাসহ জাকির মিয়া (২২) ও দানিছ মিয়া (২৮) নামের দুই যুবককে আটক করেছে সরাইল-পুলিশ। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার বড্ডাপাড়া সালেক শাহ মোড়ের তেরোকান্দা সড়ক থেকে তাদেরকে আটক করা হয়। আটক হওয়া জাকির মিয়া উপজেলার দক্ষিণ আরিফাইল ও দানিছ মিয়া পূর্ব কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম