ফেনীর দাগনভূঞায় এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুজিব কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার ও শেখ রাসেল কর্নারের উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
এ সময় দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার ইস্কান্দার নূরী, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ মজুমদারসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর