চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার ৮ উপজেলায় ১ হাজার ১৫৬টি দল অংশগ্রহণ শেষে জেলা পর্যায়ে ১৬টি দল অংশগ্রহণ করবে।
বুধবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কামরুল হাসান জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
জেলা শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক সিদ্দিকীর সভাপতিত্বে ও চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই