নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানের সময় কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের কথিত ছাত্রলীগ নেতাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার সকালে কাঁচপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধার ও মাদক কারবারীদের আটকের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত রাশেদুর ময়মনসিংহ জেলার কোতোয়ারী থানার চরহরিপুর গ্রামের শেখ নাজিম উদ্দিনের ছেলে। সে কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের কথিত নেতা। অপর মাদক কারবারী সিয়াম হোসেন হৃদয় লক্ষীপুর জেলার রামগতি থানার সমবাই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তারা দুইজনই কাঁচপুর সোনাপুরে বাসা ভাড়া করে রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা করে আসছিল।
মামলার এজাহারে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় একটি ফ্যাক্টরীর পিছনে সফিক মাওলানার বাড়ির আধাপাকা টিনসেট ঘরে অভিযান চালায় র্যাব-১১ একটি দল। এ সময় বাড়ির ভাড়াটিয়া রাশেদুর ও সিয়ার হোসেন হৃদয় নামের নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর তাদের বসত ঘর থেকে ৬৫০ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ