নীলফামারীর ডোমারে রেল লাইনের ধারে পলিথিনে মোড়ানে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা আড়াই টার দিকে ডোমার রেলগেটের একশ গজ উত্তরে রেল লাইনের ধারে পলিথিন দিয়ে মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে, ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেন।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কাহারা অ্যাবরশন (গর্ভপাত) ঘটিয়ে দিনের কোন এক সময়ে ওই লাশটি ফেলে রেখে যায়। নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ