ভোলায় অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি অটোরিক্সা ও বোরাক এবং নগদ ৭৮ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- চোর চক্রের প্রধান হোতা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মো. মিলন ফরাজী এবং তার সহযোগী মো. নয়ন, মো. সিদ্দিক মৃধা ও মোঃ লিটন হওলাদার।
বুধবার দুপুরে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, গ্রেফতারকৃত চক্রটি র্দীঘদিন ধরে ভোলার বিভিন্ন স্থানে অটোরিক্সা ও বোরাক চুরি করে আসছিল। আগের দিন মঙ্গলবার আব্দুল মন্নান নামে এক ব্যক্তি তার অটোরিক্সা চুরি হওয়ায় ভোলা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন মো. নয়নকে আটক করে। নয়নের স্বীকারোক্তি মতে চোর চক্রের প্রধান মো. মিলন ফরাজীসহ বাকীদের গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো জানান, মিলন ফরাজীর গোডাউন থেকে ৫টি অটোরিক্সা ও বোরাক জব্দ করা হয়। এসময় মিলনের কাছ থেকে চুরি করা অটোরিক্সা ও বোরাক বিক্রির নগদ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম