পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় আড়াইশ দরিদ্র রোগী পেলো বিনামূল্যে চিকিৎসা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওইসব রোগীদের দুইজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করেন। এসএসসি'৯৯ ব্যাচের সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর আয়োজন করে। পরে ডাক্তার মো.সাইফুর রহমান ও ডাক্তার গোলাম কিবরিয়া হিমুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গৌরবোজ্জ্বল ৯৯ এর প্রধান সমন্বয়কারী মো. শামসুল আরেফিন শাকিল জানান, প্রতি বছরের মতো এ বছরে বন্ধুদের আর্থিক সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ