গাজীপুরের শ্রীপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যাবস্হার রুপান্তর শুরু।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর মুক্তি যোদ্ধা রহমত আলী সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নুরুন্নবী আকন্দের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ শাফিউদ্দিন মোড়ল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু, মাওনা পিয়ার আলী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আবুল খায়ের, শ্রীপুর কারিগরি কলেজের অধ্যক্ষ একে এম মোকছেদুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ