ভালুকায় জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণঢ্য র্যালী বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভালুকা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কামরুজ্জামান তুহিনের সভাপতিত্বে ও মর্নিং সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়নসিংহের সদস্য সচিব প্রভাষক আফতাব উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ