শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কর্মে ফাতেমা রাণী মা মারিয়া- এ মূলসুরে এবার ২৪তম তীর্থোৎসব আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত এই উৎসব চলবে।
এ উৎসবকে ঘিরে বৃহত্তর ময়মনসিংহের খ্রিস্টান মর্ধালম্বীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। উৎসবটি পাহাড় জুড়ে রোম্যান ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
তীর্থ উৎসবের সমন্বয়কারী রেভান্টে ফাদার তরুণ বনোয়ারী জানান, দেশের রোম্যান ক্যাথলিক খ্রিস্টভক্তদের তীর্থযাত্রা উৎসবটি অন্যতম ধর্মীয় উৎসব। প্রতি বছর হাজার হাজার খ্রিস্টভক্তরা এখানে সমবেত হয়ে ভিন্ন ভিন্ন মূলসুরের উপর বার্ষিক তীর্থ উৎসব পালন করে থাকেন।
শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাসেল জানান, তীর্থোৎসবকে ঘিরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। গত কয়েকদিন থেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছে পুরো খ্রিস্টান পল্লী।
বিডি প্রতিদিন/ফারজানা