বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে ‘শিক্ষক দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি কলেজ থেকে সকালে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান প্রমুখ। আলোচনা সভার সভাপতিত্ব করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান।
বিডি প্রতিদিন/এএম