নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের একটি মাদ্রাসার এতিমখানায় শিশুদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এর উদ্যোগে জামেয়া ইসলামিয়া ফারুকিয়া মাদ্রাসা ও এতিম খানার ৩ শতাধিক শিশুদের জন্য এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ সকালে স্থানীয় চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব জেলা গভর্নর লায়ন শেখ সামছুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, লায়ন্স এর দ্বিতীয় জেলা ভাইস জেলা গভর্নর কোহিনুর কামাল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের অধ্যক্ষ বিকাস সহ অতিথিবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন