ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-সদরপুর উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার আব্দুল গফফারের ছেলে রিমন (১৮) ও সারেং ডাঙ্গী এলাকার ইউনুস মাস্টারের ছেলে তামিম (১৭)। আহত হীরা (১৮) হানিফের ডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে।
উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের পাশের শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও একজন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, মোটরসাইকেলযোগে সদরপুর থেকে মনিকোঠা যাওয়ার পথে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের পাশের পাকা রাস্তার ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সদরপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত হীরাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন