ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ওই ব্যক্তির নাম মজিবুর রহমান (৭০)। তিনি সাবেক ইউপি সদস্য।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যায়। মজিবর রহমান সদর উপজেলা চরশেরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত মগর আলীর ছেলে ছিলেন। তিনি চার সন্তানের জনক । এ বছর এটাই শেরপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু বলে জানা গেছে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, মজিবর গত ১৬ নভেম্বর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় মজিবরের শরীরে ডেঙ্গু পাওয়া যায়। দুদিন ধরে অবস্থার অবনতি হলে মজিবরকে আইসিইউ ওয়ার্ডে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল কবীর সুমন বলেছেন, ‘মজিবর রহমান আগে থেকেই ডায়াবেটিস, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ