ফরিদপুরের জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আকতার হোসেন, আকরামুল করিম, সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুমান আরা বেগম, আল্পনা বেগমসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন