দিনাজপুরের হাকিমপুরে ভায়রো হেমরম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিরামপুর-হিলি সড়কের পাশে মোস্তাক মাষ্টারের ওয়েব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ভায়রো হেমরম (৪৫) দিনাজপুরের কাহারোল উপজেলার ইশানপুর গ্রামের মৃত লক্ষণ হেমরমের ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান, সংবাদ পেয়ে ওয়েব্রিজ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ভায়রোর কাছে একটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে থাকা কাগজপত্রের বরাতে জানা গেছে, ভায়রো অসুস্থ ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা