নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী লালনের অজান্তে তার ভোটার লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ ও অবিলম্বে তালিকা সংশোধন করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধনে ওই ওয়ার্ডের কমপক্ষে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে প্রার্থী লালন, বাহিমালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন, ব্যবসায়ী আলমগীর হোসেন শান্ত ও মধু মিয়া, সমাজসেবক রাসেল কবির জুয়েল বক্তব্য রাখেন। পরে তারা বনপাড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে ইউএনও মারিয়াম খাতুনের কাছে একই দাবিতে স্মারকলিপি প্রদান করে।
বিডি প্রতিদিন/এমআই