শরীয়তপুরের আঙ্গারিয়া বাজারে এক ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে আঙ্গারিয়া বাজারে ইয়াকুব হোসেন ডিলারের দোকান থেকে মজুদকৃত ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
রবিবার দুপুর ২টার দিকে এসব চাল উদ্ধার করা হয়। চাল মজুদ রাখার জন্য ভোক্তা অধিকার আইনে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ডিলার ইয়াকুবের যে পরিমাণ দ্রব্য সামগ্রী, চাল ও আটা বিক্রি করার কথা, সে পরিমাণ বিক্রি না করে মজুদ করে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। তিনি চাল মজুদের বিষয়টি স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এমআই