'উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে লালন করে চাঁদপুরে দু'দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা প্রশাসনের আয়োজনে মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে এসডিজি রাষ্ট্রগঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদা, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রেফাত জামিল, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন, সিভিল সার্জন ডা: শাহাদাত হোসেনসহ জেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন পর্যায়ের ৭০টি স্টল অংশ নেয়। মেলার কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। আগামীকাল ২১ নভেম্বর মেলা শেষ হবে।
বিডি প্রতিদিন/এএম