“নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মান করি” প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরাধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুেের সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কানিজ রহমান বলেন, দিনাজপুর জেলার নারী ও শিশু আদালত এবং স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে নভেম্বর ’২১ হতে নভেম্বর ’২২ এই সময়কালে নারী ধর্ষণ মামলা হয়েছে ৮টি, যৌতুকের জন্য নির্যাতিত মামলা হয়েছে ১০৭টি, অপহরণ ও হত্যা মামলা হয়েছে ৩টি, শিশু ধর্ষণ হয়েছে ২টি এবং অন্যান্য মামলা হয়েছে ৭২টি।
এছাড়াও সংবাদ সম্মেলনে দাবী করা হয় এ অবস্থা থেকে মুক্তি পেতে পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের সকলের ভূমিকা তথা বিবেক জাগ্রত করতে হবে। আর এক্ষেত্রে গণমাধ্যম এবং নারী আন্দোলন পারস্পরিক সম্পূরক শক্তি হিসেবে কাজ করলে সমাজে নারীর প্রতি সহিংসতা অনেকটাই কমে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠনের সাধারন সম্পাদক ড. মারুফা বেগম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন নারী নেত্রী নুরুন নাহার, মনোয়ারা সানু, জিন্নুরাইন পারু, রুবিনা আকতার, শাহনাজ পারভীন, শুক্লা কুন্ডু ও রেহেনা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ