অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বচন হলে আওয়ামী লীগ আর জনগণের রায় পাবে না বলেই নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বিরোধিতা করছে। বৃহত্তর ফরিদপুরের সুধিজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
‘জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তিতে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য’- শীর্ষক এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন আহবায়ক নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন। সভায় বৃহত্তর ফরিদপুর জেলার সুধিজনেরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ