চুয়াডাঙ্গার দর্শনা হল্টস্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেনের স্টপেজসহ ৬ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় দর্শনা হল্টস্টেশন প্লাটফর্মের উপর এই কর্মসূচি পালন করা হয়। দর্শনার জন্য আমরা এবং দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে অবস্থান ধর্মঘট করা হয়। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জাহাঙ্গীর আলম।
প্রধান আলোচক ছিলেন দর্শনার জন্য আমরা সংগঠনের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, দর্শনার জন্য আমরা সংগঠনের যুগ্ম আহবায়ক রবিউল আলম বাবু, দর্শনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ