ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর এলাকার ভোলাচং গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি খোকন মিয়াকে (৬২) গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১৮ বোতল ফেনসিডিল ও বিদেশি ৩৯ বোতল মদ উদ্ধার করা হয়। তিনি পৌরসভার ভোলাচং মধ্যপাড়া মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাচং এলাকায় মাদক কারবারি খোকন মিয়ার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। খোকন মিয়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে ১৮ বোতল ফেনসিডিল ও ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল