গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) থেকে অনার্স পাশ করা শিক্ষার্থীদের মধ্য থেকে বিসিএস ক্যাডারে উর্ত্তীর্ণদের নিয়ে গঠিত সংগঠন বশেমুরকৃবি বিসিএস ক্যাডার এসোসিয়েশনের আয়োজনে বিসিএস (৩৭, ৩৮, ৪০তম) ব্যাচের কর্মকর্তাদের বরণ ও নবগঠিত প্রথম কমিটির সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বশেমুরকৃবির বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি উদ্বোধক হিসেবে ভার্চুয়াললি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
বশেমুরকৃবি বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সভাপতি মো: নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বশেমুরকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের নভাপতি অ্যাডভোকেট মোঃ আজমত উল্লা খান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া, বশেমুরকৃবির ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ছাত্র কল্যান পরিষদের পরিচালক প্রফেসর মাহবুবুর রহমান, প্রক্টর মো আরিফুর রহমান খান, বশেমুরকৃবি বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আফরোজা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে বিসিএস ৩৭, ৩৮, ৪০ ব্যাচের ৪১ জন কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়। তাদের শুভেচ্ছা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
বিডি প্রতিদিন/এএ