বগুড়ায় ভ্যান বিক্রির টাকা নিয়ে ছুরিকাঘাতে নায়েব আলী নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কাহালু উপজেলার ডোমরগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী উপজেলার ওলাহালী গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় মূল অভিযুক্ত জাহিদকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, 'নায়েব আলী ও জাহাঙ্গীরের ছেলে জাহিদ সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা। তারা এক সাথে এলাকায় মাদক সেবনও করতো। কয়েকদিন আগে নায়েব আলী ও জাহিদ দু'জন মিলে জাহিদের বাবার একটি ভ্যান বিক্রি করে দেয়। সেই টাকা জাহিদ নায়েব আলীর কাছে রাখে। পরে জাহিদের বাবার চাপে নায়েব আলীর কাছে টাকা ফেরত চাইলে তিনি জাহিদকে বার বার ঘুরাতে থাকেন।
শুক্রবার বেলা ১১টার দিকে নায়েব আলী বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করে। এ খবর পেয়ে ওই এলাকার জাহিদের পূর্বপরিচিত এক ব্যক্তি জাহিদকে জানায়। পরে তাদের নেশা করার স্থানে কৌশলে নায়েব আলীকে তারা ডেকে নেয়। সেখানে নায়েব আলী পৌঁছালে জাহিদ নায়েবের উরুর পিছনে ছুরিকাঘাত করে। এতে নায়েব আলী অতিরিক্ত রক্তরক্ষণে সেখানেই মারা যান।'
বিডি-প্রতিদিন/বাজিত