জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জয়পুরহাট ২-০ গোলে দিনাজপুর জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলায় ১০ হাজারেরও বেশি দর্শক খেলাটি উপভোগ করেন। খেলায় দেশের নামীদামি খেলোয়াড়ের পাশাপাশি বিদেশী খেলোয়াড়ও অংশ নেয়।
পরে খেলা শেষে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ।
এসময় জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা চেম্বারের সভাপতি আহসান কবির এ্যাপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, সদর থানার ওসি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ