ময়মনসিংহের ফুলপুরে চুরি হওয়া মোটরসাইকেল কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৪ নভেম্বর ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের মহদিপুর গ্রামের তোলা মিয়ার ঘরের তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরি হয়। পরে ভুক্তভোগী তোলা ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর ফুলপুর থানার চৌকস অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুনের দিক নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত এসআই মোফাখখির উদ্দিন তদন্ত কার্যক্রম পরিচালনা করে প্রযুক্তির সহায়তায় প্রাথমিকভাবে এ চোর সনাক্ত করেন।
গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বাঙ্গালপাড়া এলাকা থেকে মটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য ধোবাউড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় আসা সকল সেবাগ্রহীতার অভিযোগ যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হয় এবং যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হয়। মানুষের পাশে দাঁড়াতে ফুলপুর থানা বদ্ধপরিকর। আমার অফিসের দরজা সর্ব সাধারণের জন্য সবসময় খোলা রয়েছে। আপনারা সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ