গাজীপুরের কালিয়াকৈরে লতিপুর এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, উপজেলা লতিফপুর এলাকায় শনিবার দুপুরে নির্মানাধীন একটি ভবনের কাজ চলছিল।
ওই নিহত ব্যক্তি রড কাটার মেশিন হাতে রাখলে রড কাটার মিস্ত্রিরা তাকে চোর সন্দেহে ঘরের ভিতর আটক করে। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলে দেখে আড়ের সাথে গলায় রশি দিয়ে সে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে ময়নাতদন্ত রিপোটের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা ।
বিডি প্রতিদিন/এএম