নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এম আব্দুল মতিন বলেছেন, রাজনীতিতে আছি, রাজনীতিতেই থাকবো। যতদিন বাঁচি রাজনীতিতে থেকেই মানুষের সেবা করে যাবো। এই সেবা করার ব্রত দেখে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি আরো আপনাদেরকে সেবা করতে পারবো।
গত শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা রাতে কেন্দুয়া প্রেসক্লাবে টেলিভিশন প্রদান ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, জাতির পিতা ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে ধারণ করে রাজনীতি করি। মানবসম্পদ গড়ে তোলবার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি। যদিও ছাত্ররাজনীতি ছাড়ার ১৫ বছর ধরে আমার কোন পদ পদবী নেই। তবে আমার কোন পদ পদবী নেই এই বিষয়টি কোন সময়ই অনুভব করি না। পদ পদবী না থাকলেও ইনশাআল্লাহ শুভানুধ্যায়ী ও রাজনীতির সতীর্থদের ভালবাসায় রাজনৈতিক নেতা হিসেবে সামাজিক মর্যাদায় টিকে আছি। দীর্ঘদিন ধরে দলের মনোনয়ন চেয়ে আসছি।
তিনি আরও জানান, আশা রাখি দলীয় সভাপতি ও জননেত্রী শেখ হাসিনা এইবার দলীয় মনোনয়ন দিয়ে আমাকে মূল্যায়ন করবেন। এজন্য আমি দলীয় নেতাকর্মী ও সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন চাই।
এ সময় দলীয় মনোনয়ন চাওয়ার স্বপ্নদ্রষ্টা নির্লোভ রাজনীতিবীদ প্রয়াত সাবেক এমপি এডভোকেট এম জুবেদ আলীকে তিনি শ্রদ্ধাভরে স্বরণসহ নির্বাচনী এলাকায় বিগত দিন চষে বেড়ানো স্মৃতিচারণ করেন তিনি।
এ সময় কেন্দুয়া প্রেসক্লাবে সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সাবেক সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী, রফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মী ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত