দিনাজপুর শহরে ঝটিকা মিছিল বের করেছেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। এরপর নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর রেলস্টেশন এলাকায় বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা নাশকতার চেষ্টা চালান। এর আগে একই এলাকায় তারা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে পৌরসভার সামনে প্রমোদা পরিবহনে বাসটিতে ওঠার সময় পুলিশ ৩১ নেতাকর্মীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে নাশকতার উদ্দেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও শিবির নেতাকর্মীরা শহরের রেলস্টেশন এলাকায় জড়ো হন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের বহনকারী পরিবহন বাসটিকেও জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ