কুমিল্লা কারাগারে মাহাবুবুল হক (৫৮) নামের একজন কয়েদি মারা গেছেন। মঙ্গলবার বিকেলে মারা যান তিনি।
মাহাবুবুল হক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফুলিয়া সর্দার বাড়ির মৃত আবদুল বারেকের ছেলে।
কারা সূত্রে জানা গেছে, মাহাবুবুল হক তিন বছরের সাজায় কারাগারে আসেন ২০২২ সালের ১১ মার্চ। তিনি হার্টের রোগী ছিলেন। কারাগারে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ২৬ মার্চ কারা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এরপর ২০২২ সালের ২৭ নভেম্বর আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। সেবার তিনি ৭ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। সর্বশেষ মঙ্গলবার বিকেল ৩ টা ১০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, তিনি হার্টের রোগী ছিলেন। বিকেলে তিনি ঘেমে গিয়ে পড়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের পর সকল আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত