ময়মনসিংহের ফুলপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় ফুলপুর উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
মেলায় ফুলপুর সরকারি কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর মহিলা কামিল মাদরাসা, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ, বাঁশাটী উচ্চ বিদ্যালয়, এমবিশন রেসিডেন্সিয়াল স্কুল, পাগলা উচ্চ বিদ্যালয়, গ্রামাউস মডেল একাডেমী, ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, বওলা মাধ্যমিক বিদ্যালয়, ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়, রহিমগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়সহ প্রায় ২০টি স্টল বসে।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এতে 'শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন' প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন ফুলপুর পৌরসভার মেয়র মি. শশধর সেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল বাকী, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ফুলপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী, ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র লিয়ন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল