ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের উপর থেকে গলায় রশি বাঁধা অবস্থায় মনির হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কলেজ রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে যশোর জেআরপি পুলিশ।
মনির হোসেন মহেশপুর উপজেলার পাথরা ঢাকাপাড়া জলুলী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
কোটচাঁদপুর স্টেশন মাস্টার আব্দুল মজিদ জানান, সকাল ৬টার দিকে কলেজপাড়া রেল লাইনের উপর ট্রেনে কাটা ও গলায় রশি বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর নিহতের পকেট থেকে পরিচয়পত্র পাওয়া যায় তার।
তবে ট্রেনে কাটা পড়ে মনির হোসেন মারা গেছেন নাকি তাকে হত্যার পর রেললাইনের উপর ফেলে রাখা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত