দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১২টায় শহরের সাতমাথায় গণতন্ত্র মঞ্চ বগুড়া জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় সদস্য রেজাউল বারী দিপন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ছগির মজুমদার, জেএসডি জেলার সভাপতি মনিরুজ্জামান বাচ্চু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মো. আব্দুর রশিদ, নাগরিক ঐক্যের সভাপতি এম শামিম উদ্দীন আহমদ, সদস্য সচিব মো. মামুনূর রশিদ, গণসংহতি আন্দোলনের জেলার সদস্য মো. আব্দুল মান্নান, ছাত্র ফেডারেশনের নেতা মো. সাকিব প্রধান, নাগরিক যুব ঐক্যের সদস্য সচিব মো. আবু সাঈদ, জেএসডি জেলার সাধারণ সম্পাদক আবু জাফর, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুজ্জামান জুয়েল, জেএসডি নেতা তৌফিক ঈমাম হিরু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেএসডি জেলার সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন