২০ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:১৮

কুড়িগ্রামে বাল্যবিবাহ ও সহিংসতা বন্ধে সংলাপ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বাল্যবিবাহ ও সহিংসতা বন্ধে সংলাপ

কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার লক্ষ্যে স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে সংলাপ এবং সক্রিয় এলাকাবাসীকে সম্পৃক্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার ৪টি বিদ্যালয়ে পৃথকভাবে সভাগুলো অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’ এর ‘সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প’র আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারহাট উপজেলার সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয় ও চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁর চাকলা উচ্চ বিদ্যালয়ে সভাগুলো অনুষ্ঠিত হয়। এ সময় সভাগুলোতে প্রতি বিদ্যালয়ের ১০০ জন করে শিক্ষার্থী, কিশোর-কিশোরী, অভিভাবক, ধমীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও প্রকল্পের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জল শিকদার বলেন, ইউনিসেফ-এর অর্থায়নে ২ বছর মেয়াদী প্রকল্পটি কুড়িগ্রাম সদর উপজেলা ও রাজারহাট উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর