২৪ এপ্রিল, ২০২৩ ২৩:৫১

ঘাঘর বাজারে আগুন, ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

গোপালগঞ্জ প্রতিনিধি

ঘাঘর বাজারে আগুন, ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

অগ্নিকাণ্ডের দুই দিনের মাথায় গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে ক্ষতিগ্রস্থ ঘরমালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের সহায়তা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ২৫ দোকান মালিক ও ২০জন ভাড়াটিয়া দোকানির হাতে সাহায্যের তি লাখ ৭৫ হাজার টাকার চেক, ৭৫ বান্ডিল ঢেউটিন ও খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকানঘর মালিকের হাতে তিন বান্ডিল ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা, একটি খাদ্য সহায়তা প্যাকেট তুলে দেন। আর ভাড়াটিয়া দোকানির প্রত্যেককে দেন নগদ সাড়ে ৭ হাজার টাকা ও সমপরিমাণ একটি খাদ্য সহায়তা প্যাকেট।

ত্রাণ ও সহায়তা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, ডিডিএলজি মোঃ আজাহারুল ইসলাম, ডিআরআরও আশরাফুল হক।
 
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে হয়েছে নাকি নাশকতা সেটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী চার দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’ তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য ব্যাংক লোনের প্রয়োজন হলে আমারা তাদের সহায়তা করবো।

উল্লেখ্য, ঈদের দিন রাতে কোটালীপাড়ার ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান ঘর পুড়ে যায়। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর