পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ষষ্ঠ সেমিস্টারের এক আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম সিফাতুল হক (২৩)। পিতার নাম এনামুল হক, গ্রামের বাড়ি চট্টগ্রামের হালিশহর এলাকায়। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজন আবাসিক ছাত্র।
গত মঙ্গবার রাত ১০টার দিকে মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে বাহিরে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। রুমমেট ও সহপাঠিরা গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে ও বাইরের বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজির করে সন্ধান না পেয়ে হল কর্তৃপক্ষকে এবং নিখোঁজ সিফাতুল হকের স্বজনদের জানানো হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো: মুকিত মিয়া বুধবার দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করে নিখোঁজ শিক্ষার্থী সিফাতুলের সন্ধান জানতে বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ