মাগুরায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শহরের ইসলামপুর পাড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল, নেওয়াজ হালিমা আরলি, এবাদুল হক চাঁদ, জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, সদর উপজেলা বিএনপির সভাপতি কুতুবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম হোসেন, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
এর আগে দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার, প্লেকার্ডসহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ