আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।
আজ শুক্রবার বিকেল পর্যন্ত মৎস্য বন্দর খ্যাত মহিপুর আলীপুর পোতাশ্রয় শিববাড়িয়া নদীর দুই পাড়ে আড়ৎ ঘাটে নোঙ্গর করেছে সহস্রাধিক মাছ ধরা ট্রলার।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা সফল করতে তৎপর রয়েছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে গেলে জেল-জরিমানার পাশাপাশি জেলেদেন নিবন্ধন বাতিল ও জাল-ট্রলার বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে। তবে মৎস্য আহরণ বন্ধ থাকার এ সময়টাতে বেকার হয়ে পড়া সমুদ্রগামী নিবন্ধিত সব জেলেকে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে।
এদিকে বছর জুড়ে ইলিশের আকাল, ঘূর্ণিঝড় মোখায় এক সপ্তাহ অলস সময় পার এবং তার উপর মৎস্য বিভাগের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে জেলেসহ ব্যবসায়ীরা। এছাড়া নিষিদ্ধকালীন সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ এবং খাদ্য সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।
নিষেধাজ্ঞার সময় এ উপজেলায় ১৮ হাজার ৩০৫ জন নিবন্ধিত জেলেকে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
বিডি প্রতিদিন/নাজমুল