কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। শুক্রবার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করেন তিনি।
পরে ২ শতাধিক পরিবারকে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন। শুকনো খাবারের মধ্যে ছিল চাল ১০ কেজি,
চিনি ১ কেজি, মসুর ডাল ১ কেজি, তেল ১ কেজি, মরিচের গুড়া ১০০ গ্রাম, লবন ১ কেজি, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল