গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস থেকে ৮৪ বোতল ফেনসিডিলসহ মোসফিকুর রহমান রনি (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মোসফিকুর রহমান রনি দিনাজপুরের বিরামপুর থানাধীন দক্ষিণ রামচন্দ্রপুর শাহাজান আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ মে) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের হাইস্কুল মার্কেটের সামনে রংপুর থেকে ঢাকাগামী একটি পরিবহন বাসে তল্লাশি চালানো হয়। এসময় ব্যাগের মধ্যে রাখা ৮৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মোসফিকুর রহমান রনিকে আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ