২২ মে, ২০২৩ ১৬:৪৩

হবিগঞ্জে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলমারি পড়ে ইমন আহমেদ নামে ২১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার অলিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ইমন ওই এলাকার মনির হোসের ছেলে।

স্বজনরা জানান, সোমবার সকালে ইমন ঘরে খেলাধুলার এক পযার্য়ে ঘরে থাকা আলমারিতে ধাক্কা দেয়। এ সময় দুর্ঘটনাবশত তার ওপর আলমারিটি পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোল্লা আবেদুর রেজা। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর