গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বুধবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ নেই। জানা গেছে, গত তিন দিন যাবত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ ও যাত্রীদের ভিড় ছিল। বুধবার সকাল থেকেই যানবাহনের চাপ নেই। ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষ ভোগান্তিতে পোহাতে হচ্ছে।
রংপুরগামী শরিফুল ইসলাম জানান, সকালেই বৃষ্টি হচ্ছে কোন যানজট নেই গাড়িও নেই। গাড়ি পেলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো।
নাওজোড় থানার হাইওয়ে পুলিশের ওসি আতিকুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোন যানজট নেই, মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছেন। ভালোভাবে ঈদ করতে পারবেন ঘর মুখো মানুষ।
বিডি প্রতিদিন/এএ