ফুলগাজী সদর ইউনিয়নের গাবতলা/দক্ষিণ দৌলতপুর থেকে ৫ কেভিএ ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার সকালে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।
পুলিশ সুপার জানান, ২৫ জুন ফুলগাজী থানাধীন আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া সিলোনিয়া নদীর পাড় হইতে ৫ কেভিএ ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হলে বিদ্যুৎ অফিস এ নিয়ে থানায় মামলা করে। পরবর্তীতে পুলিশ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে। তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মো. জিসান, মো. মনির, ওমর ফারুক, মো. জাহিদ হোসেন ফরহাদ, মো. সোহেল, মো. সেলিম. মো. সুমন, মো. আমজাদ হোসেন, মো. মান্নান ও মো. বেলাল।
আসামিরা ফেনী জেলার বিভিন্ন উপজেলা ও কুমিল্লা ও চট্টগ্রামের বাসিন্দা। তাদের মধ্যে অধিকাংশ ফেনী শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন।
গ্রেফতারকৃতদের জিম্মা থেকে চোরাইকৃত ট্রান্সফরমার এর ৪৫ কেজি তামার তার এবং চোরাই কাজে ব্যবহৃত ২টি সিএনজি, ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, আসামিরা ফেনী জেলার বিভিন্ন থানাসহ নোয়াখালী, কুমিল্লা, জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে জড়িত বলে স্বীকার করেছেন। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল