বরগুনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন বরগুনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আলহাজ্ব গোলাম মাওলা জাহিদ।
দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে স্ব-স্ব মসজিদে নির্ধারিত সময় ঈদের জামাত এবং প্রধান জামাত সকাল ৭টায় বরগুনা কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদের দ্বিতীয় জামাত পৌরসভার ব্যবস্থাপনায় আবুল হোসেন ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও পুলিশ লাইন মসজিদে সকাল ৮টায়, জেলখানায় সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত বেতাগী উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৭টায়, পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল ৭টায়, বামনা সাহেব বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, আমতলী কেন্দ্রীয় ঈদগাঁয় সকাল ৭টায় এবং তালতলী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএম