বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজিয়া বেগম (২৬) নামে এক গৃহিণী নিহত হয়েছেন। একই সাথে ওই গৃহিণীর সংস্পর্শে গিয়ে আহত হয়েছেন তার মেয়ে রহিমা আক্তার (৪)। বুধবার বেলা ১০টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম আমরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম ওই গ্রামের ভ্যানশ্রমিক মো. আলী আকনের স্ত্রী।
আলী আকন বলেন, তার স্ত্রী অসতর্কতাবশত ঘরের মধ্যে থাকা ছেড়া বিদ্যুৎবাহী তারে হাত দিলে সে আহত হয়। তার মেয়েও আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাজিয়া বেগমকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাকর দাস বলেন, বিদ্যুৎস্পৃষ্টে কারো মুত্যুর খবর তাদের জানা নেই।
থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। লাশের ময়না তদন্ত করানো হবে।
বিডি প্রতিদিন/এএম