রংপুর নগরীর পুলিশের অভিযানে খটখটিয়া এলাকা থেকে ৩ জন গ্রেফতার হয়েছে। পুলিশ বলছে তারা বিএনপি কর্মী তাদের কাছ থেকে দিশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপরদিকে বিএনপি বলছে গ্রেফতারকৃতরা বিএনপির কেউ নন। বিএনপির ইমেজ নষ্ট করতে এমনটা করা হচ্ছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উৎপল কুমার রায় বলেন, গোপন সূত্রে খবর পাওয়া যায়, রংপুর মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা দলের নেতাকর্মীদের নিয়ে নাশকতা সৃষ্টি, জনগণের মাঝে ভীতি সঞ্চার এবং পুলিশের ওপর আক্রমণের করার উদ্দেশ্যে খটখটিয়া হাইস্কুল মাঠে গোপন বৈঠক করছে। এমন খবরের ওপর ভিত্তি করে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতারাসহ অন্যরা পালিয়ে যায়। তবে তিনজনকে দুটি দেশি রামদাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার আকরাম হোসেন ওরফে আকাশ ওরফে সৌরভ, নগরীর গুড়াতিপাড়ার শামিউল আলম (২৮) এবং রংপুর নগরীর রেলগেট বাবুপাড়ার আনাস সামাদ (৩০)।
এ বিষয়ে রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু বলেন, যে তিনজন গ্রেফতার হয়েছে তারা দলের কেউ নয়। ওই মামলায় বিএনপির নেতাকর্মীদের নাম দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের হাতে দেশি অস্ত্র দিয়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের হয়রানির চেষ্ট করছে। এসব সাজানো নাটক।
বিডি প্রতিদিন/এএ