১৬ নভেম্বর, ২০২৩ ২০:০৬

জামালপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের ‘নো হেলমেট, নো রাইড’ ক্যাম্পেইন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের ‘নো হেলমেট, নো রাইড’ ক্যাম্পেইন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো রাইড’ স্লোগানে জামালপুরে সচেতনতা মূলক ক্যাম্পেইন শুরু করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার জামালপুর শহরের মির্জা আজম চত্বরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এই সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর উপকারিতা ও হেলমেট পরিধান না করার অপকারিতা নিয়ে সচেতন করেন। গাড়িতে এ সংক্রান্ত স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

ক্যাম্পেইন চলাকালে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালনাকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরাব হোসেন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবীর, ডিবির ওসি মো. শাহ্ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, একটি পরিবারের জন্য সারাজীবনের কান্না। সম্প্রতি জামালপুরে বেশ কয়েকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে মাথায় আঘাত পাওয়াকে চিহ্নিত করেছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা যদি হেলমেট পরে গাড়ি চালাতো হয়তো তাদের এভাবে মৃত্যু হতো না। তাই আগামীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যেন কোনো অমূল্য প্রাণ ঝরে না পড়ে সেই লক্ষ্যেই ‘নো হেলমেট, নো রাইড’ ক্যাম্পেইন শুরু করেছি, এই ক্যাম্পেইন সারাবছর জুড়েই চলবে।  

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর